জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান।
দীর্ঘ ১ বছর পর বুধবার(৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ ধারা ১২(১) অনুসারে আগামী ৪ বছরের জন্য ট্রেজারার হিসেবে অধ্যাপক ড. আতাউর রমানকে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ট্রেজারার পদে যোগদানের অব্যহতি পূর্বে সর্বশেষ আহরিত বেতন-ভাতার সমপরিমাণ অর্থ মাসিক সম্মানি হিসেবে প্রাপ্য হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিতক্ষতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এছাড়াও রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


