জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে গত ১৬ বছরে ২য় সমাবর্তন। সমাবর্তনকে সামনে রেখে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ‘দ্বিতীয় সমাবর্তন ব্যাবস্থাপনা কমিটি’।
মঙ্গলবার(২৫ জুলাই) উপাচার্য ড. সৌমিত্র শেখরকে আহ্বায়ক করে অফিস আদেশে এই কমিটি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ট্রেজারার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. উজ্জ্বল কুমার প্রধান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোঃ রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন ড. তপন কুমার সরকার, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক মাসুম হাওলাদার, প্রভোস্ট কাউন্সিলের সদস্য সচিব নুসরাত শারমিন, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী।
এছাড়াও রয়েছেন অর্থ ও হিসাব অফিসের পরিচালক ড. মোঃ তারিকুল ইসলাম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোঃ হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, প্রকল্প পরিচালক মোঃ জোবাদের হোসেন।
কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর।


