জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রংধনুর আয়োজনে আন্তর্জাতিক তরুণ দিবসে ইয়ুথ ফেস্ট ও ফ্রেশার রিসেপশন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ আগস্ট) কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় এই ফেস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। শুরুতে রেজিস্ট্রেশন করে ফেস্টে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় কর্মশালা। এরপর শুরু হয় সেশন যেখানে স্পিকার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃ্ষি অলিম্পিয়াডের পরিচালক আতিকুর রহমান আসিফ। পরবর্তীতে ইয়ুথ আড্ডা ও পোস্টার কম্পিটিশনের মধ্য দিয়ে ফেস্টের কার্যক্রম শেষ হয়।
প্রধান অতিথি বক্তব্যে প্রক্টর বলেন, রংধনু ও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদাই সাধারণ মানুষদের পাশে দাড়িয়েছে। তাই এইসব জায়গায় যদি আমাদের লিডারশীপ স্কিল না থাকে তাহলে কিন্তু হবে না। এই লিডারশীপ স্কিল যদি আমরা গঠন করতে পারি তাহলে আমরা সমাজের যেকোন কর্মকান্ডে ইতিবাচক ধারা আনতে পারবো।
রংধনুর সভাপতি ফাইজাহ্ ওমর তূর্ণা বলেন, ২০১৮ সাল থেকে ব্লাড ডোনেশনে সহায়তা করা নিয়ে রংধনুর যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে রক্তদানে সচেতনতা তৈরী করাই আজকের আয়োজনে উদ্দেশ্য। নতুন শিক্ষার্থীরাও যাতে কাজে আগ্রহী হয় তাই ওয়ার্কশপ ও সেশনগুলো আয়োজন করা হয়েছে।


