ঢাকাবৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

রোহান চিশতী , নজরুল বিশ্ববিদ্যালয় থেকে
আগস্ট ৩, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারাবীর উদ্যোগে শোকাবহ আগষ্ট উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট (বুধবার) সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতা ও কর্মচারী ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রথাগত ছাত্ররাজনীতির বাইরে গিয়ে স্মার্ট ও বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চার মাধ্যমেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। জাতির পিতার আত্নার মরণ হলেও, বঙ্গবন্ধু বেচে থাকবে চিরকাল।

চলচ্চিত্র প্রদর্শনীটির আয়োজক আব্দুল্লাহ আল ফারাবী বলেন, বঙ্গবন্ধু শোষিত,বঞ্চিত,নিষ্পেষিত মানুষের উচ্চারিত মুক্তির কবিতা।আর এই কবিতার ধ্বনি- প্রতিধ্বনিত করাই হচ্ছে , চূড়ান্ত দেশপ্রেমের বহিঃপ্রকাশ। জাতির পিতাকে হারানোর বেদনাবোধ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। ৭৫ এর খুনি চক্রের স্থায়ী বিনাশ নিশ্চিত করার লড়াই লড়তে হবে এবং এই লড়াইয়ে বাঙালিকে চূড়ান্তভাবে কলঙ্কমুক্ত করার দায় আমাদের তরুণছাত্রসমাজকে নিতে হবে। আগষ্টের শোককে শক্তিতে পরিণত করে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।