ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ফুচকা খাওয়ার লড়াই

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খুলনা ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশন এর আয়োজনে ফুচকা কনটেস্ট ৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের নিচ তালায় তিনটা থেকে রাত সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘ফুচকা কন্টেস্ট’ অনুষ্ঠিত হয়। কনটেস্টে ৩০০ এর অধিক প্রতিযোগির মধ্য থেকে ৩০টি রাউন্ডে ৭ জনকে বিজয়ী হিসেবে বাছাই করা হয়। প্রতিযোগিতায় চার রাউন্ডে ৪০টি ফুচকা খেয়ে চ্যাম্পিয়ন হয়ে মোবইল ফোন জিতেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের বায়েজিদ আজাদ শাকিল।

এছাড়াও বাকি ছয়জন বিজয়ী ছিলেন পুরুষ ক্যাটাগরিতে সাজিদ, আশিক, ইসরাত, তনু, নুসরাত ও হিমি। বিজয়ী সবাইকে খুলনা ডিভিশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, গাছ, ভাওচার সহ আরও গিফট দেয়া হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন ইনামুল বারী ও সঞ্চালনায় ছিলেন সাদাদ শুভ। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান ( হীরক মুশফিক)।

ব্যাতিক্রমী এ উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সভাপতি নামুল বারী জানায়, আমরা প্রতিনিয়তই বিভিন্ন ব্যাতিক্রম ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ফুচকা কন্টেস্টের আয়োজন করেছি। এই আয়োজনটি সকলেই উপভোগ করেছে এবং ক্যাম্পাসে সাড়া ফেলে দিয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।