ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে সেমিনার

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিসংখ্যানের অবদান শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মুয়ীদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসাইন।

পরিসংখ্যানের প্রয়োগ ও ব্যবহারের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে পরিসংখ্যানের শিক্ষার্থীদের কর্মক্ষেত্র বিস্তৃত হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় মনোযোগ বাড়ানোর আহবান জানান।

মূখ্য আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসাইন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিসংখ্যানের নানাবিধ ব্যবহার ও গুরুত্ব তুলে ধরেন।
এসময় বিভাগটির শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।