জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। একইদিনে শুরু হবে নবীনদের একাডেমিক ক্লাস।
রবিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। ইতিমধ্যে সকল বিভাগকে এ বিষয়ে অবগত করা হয়েছে এবং সেই অনুযায়ী দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এবং চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।
এ বছর ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১০৮০ আসনে ভর্তি নেবে নজরুল বিশ্ববিদ্যালয়। যার মধ্যে এ ইউনিটের ১৬০, বি ইউনিটে ৭০০ এবং সি ইউনিটের অধীনে রয়েছে ২২০টি আসন। এরই মধ্যে ২১ ও ২২ আগস্ট চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে সাধারণ ও কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


