ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৫ সেপ্টেম্বর

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। একইদিনে শুরু হবে নবীনদের একাডেমিক ক্লাস।

রবিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। ইতিমধ্যে সকল বিভাগকে এ বিষয়ে অবগত করা হয়েছে এবং সেই অনুযায়ী দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এবং চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।

এ বছর ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১০৮০ আসনে ভর্তি নেবে নজরুল বিশ্ববিদ্যালয়। যার মধ্যে এ ইউনিটের ১৬০, বি ইউনিটে ৭০০ এবং সি ইউনিটের অধীনে রয়েছে ২২০টি আসন। এরই মধ্যে ২১ ও ২২ আগস্ট চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে সাধারণ ও কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।