জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দকৃত গবেষণা প্রকল্পের আওতায় সঙ্গীত বিভাগের শিক্ষকদের গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সেমিনারে কলা অনুষদের ডিন মুশাররাত শবনমের সভাপতিত্বে গবেষণা প্রকল্প মূল্যায়নকারী ও আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়।
এসময় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহিদুল কবীর। এসময় গবেষণা প্রকল্প পরিচালনার জন্য চারজন শিক্ষক ও এক শিক্ষার্থী অনুদানপ্রাপ্ত হয়।
গত ২৬ জুলাই শুরু হওয়া তিনদিনব্যাপী সেমিনারের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম বলেন, গবেষণা প্রকল্পটির মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। গবেষণা সম্প্রসারণ দপ্তর থেকে গবেষণাটির একটা বই ছাপানো হলে, কীভাবে গবেষণা করতে হয় শিক্ষার্থীরা তা শিখতে পারবে ও পরবর্তী গবেষণার কাজে লাগবে। একটি বিশ্ববিদ্যালয়ে যত গবেষক থাকবে, বিশ্ববিদ্যালয় তত এগিয়ে যাবে হবে।


