জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে জব ফেয়ার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত সামজিক বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের নিচে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। দেশের ২৫ টি সনামধন্য কোম্পানি অংশগ্রহণ করেছে এই জব ফেয়ারে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাফিজুর রহমান।
উদ্বোধন শেষে রেজিস্ট্রার হাফিজুর রহমান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, বঙ্গবন্ধু হল প্রভোস্ট মাসুম হাওলাদার স্টল পরিদর্শনে যান। এসময় স্পন্সর এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন তারা।
স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি সোহেল সাদমান ইসলাম বলেন, “এই জব ফেয়ারে বিভিন্ন ক্যারিয়ার নিয়ে কাউন্সিলিং এর পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাউন্সিলিং সহ সিভি রাইটিং নিয়ে আমরা সেশন রাখছি। যার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু যে চাকরির জন্যই এখানে আবেদন করতে আসবে তেমন না তার যদি চাকরির পাশাপাশি আরও কিছু প্রয়োজন হয় যেমন বিদেশে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার নিয়ে কোন সাজেশন সেটাও সে এখানে পেয়ে যাবে। বলা যায় একের ভিতর সব।”
ক্লাবটির সাধারণ সম্পাদক লুৎফুল নাসিফ বলেন, “এই জব ফেয়ার করার উদ্দেশ্য হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেশের বিভিন্ন কোম্পানির মধ্যে ইন্টারেকশন তৈরি করা। এতে শিক্ষার্থীরা তাদের সিভিগুলো চেক করাতে পারে। সিভিতে কোনো ভুল থাকলে সংশোধন করাতে পারে।”


