ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো ২২-২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পের সেমিনার

রোহান চিশতী , নজরুল বিশ্ববিদ্যালয় থেকে
জুলাই ২৬, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পের সেমিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) কলা অনুষদের আয়োজনে কনফারেন্স কক্ষে (প্রশাসনিক ভবনের ৩য় তলা) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নিজের গবেষণা যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন।এছাড়াও গবেষণা প্রস্তাবের বিভিন্ন ধাপ ও নানা প্রতিকূলতা নিয়ে কথা বলেন।বক্তব্যের এক পর্যায়ে গবেষণার মান বৃদ্ধি নিয়ে তিনি বলেন, “গবেষণা ভালো হলে তা গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু গবেষণা দুর্বল হলে তা কখনো গ্রহণযোগ্যতা পায় না।”

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হলো নতুন জ্ঞান সৃষ্টি করা ও পুরনো জ্ঞান পরিমার্জন করা। তাই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই গবেষণার প্রসার ঘটাতে হবে যেন সকল শিক্ষার্থীরাও গবেষণামুখী হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বর্তমান গবেষণা পরিস্থিতির উন্নতি নিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলো আবারও সচল হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি আান্তর্জাতিক কনফারেন্স ও গবেষণা মেলাও অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক শেখ মেহেদী হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম।

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পের সেমিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুলাই) কলা অনুষদের আয়োজনে কনফারেন্স কক্ষে (প্রশাসনিক ভবনের ৩য় তলা) উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নিজের গবেষণা যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন।এছাড়াও গবেষণা প্রস্তাবের বিভিন্ন ধাপ ও নানা প্রতিকূলতা নিয়ে কথা বলেন।বক্তব্যের এক পর্যায়ে গবেষণার মান বৃদ্ধি নিয়ে তিনি বলেন, “গবেষণা ভালো হলে তা গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু গবেষণা দুর্বল হলে তা কখনো গ্রহণযোগ্যতা পায় না।”

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হলো নতুন জ্ঞান সৃষ্টি করা ও পুরনো জ্ঞান পরিমার্জন করা। তাই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই গবেষণার প্রসার ঘটাতে হবে যেন সকল শিক্ষার্থীরাও গবেষণামুখী হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বর্তমান গবেষণা পরিস্থিতির উন্নতি নিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলো আবারও সচল হয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে দুটি আান্তর্জাতিক কনফারেন্স ও গবেষণা মেলাও অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক শেখ মেহেদী হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।