ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর মাঝে ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগ অন্যতম। নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে ইংরেজি বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষকী পালিত হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ বিভাগের ছাত্রছাত্রীদের কৃতিত্ব দেশ ও দেশের বাইরে আজকে ছড়িয়ে গেছে। ইংরেজি বিভাগ সত্যিকার অর্থেই এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণে ভূমিকা রাখবে। লেখাপড়ার সাথে সাথে গবেষণা, সংস্কৃতি তুলে ধরে শিক্ষার্থীরা স্মার্ট ছাত্র-ছাত্রী হয়ে বেরিয়ে যাবে এবং দক্ষ জনশক্তি হিসেবে দেশে ও দেশের বাইরে কাজ করবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যান্যরা।

এরপর ‘ক্রীড়াসপ্তাহ’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। যেখানে বিজয়ী দলের পুরস্কার পায় ‘টিম প্রলয়োল্লাস’। অনুষ্ঠিত হয় শিক্ষকদের প্রীতি বিতর্ক প্রতিযোগিতা। পরে সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সমাপ্ত হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।