ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নক্ষত্র নারী সংগঠনের আয়োজনে উদ্যোক্তা মেলায় থাকছে কোপ্রোপার্টি লিমিটেডের স্টল

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৩ ৪:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সেভরি এন্ড স্বাদ প্রেজেন্ট নক্ষত্র নারী ফাল্গুন মেলা ও সেরা নক্ষত্রের খোঁজে ‘পাওয়ারড্ বাই কিউকম’ এর সৌজন্যে ফাল্গুন উৎসব ও ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৭ ফ্রেব্রুয়ারি। নক্ষত্র নারী সংগঠনের আয়োজনে উদ্যোক্তা মেলায় থাকছে কোপ্রোপার্টি লিমিটেডের স্টল।

সেরা উদ্যোক্তা তথা ও নক্ষত্রের খোঁজে দুই (২) দিনব্যাপী এই মেলা ঢাকার ধানমন্ডিস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আয়োজনে পাওয়ারড্ বাই হিসাবে থাকছে জনপ্রিয় অনলাইন শপ কিউকম। মেলার টাইটেল স্পন্সর স্বাদ এ্যান্ড সেভরি (SAAD & Savory) এবং মেলার গোল্ড স্পন্সর হিসাবে থাকছে গোল্ডমার্ক (Goldmark)। কো – স্পনসর হিসাবে রয়ছে সুর্যমুখী ইভেন্ট সলিউশন।

কোপ্রোপার্টি লিমিটেড জানায়, নারী উদ্যোক্তা মেলায় থাকতে পেরে আনন্দিত ও উচ্ছ্বসিত। আসলে ঢাকা শহরে প্রায় প্রত্যেক বাসিন্দাই নিজের জমিতে নিজের একটি বাড়ী করার স্বপ্ন দেখেন। কিন্তু বর্তমান সময়ে প্রচলিত পদ্ধতিতে এককভাবে এই শহরে জমি কিনে বাড়ি করা অথবা বড় একটি ফ্ল্যাট ক্রয় করা অধিকাংশ মানুষের জন্যই কষ্টসাধ্য। সেই সকল মানুষের সাধ এবং সাধ্যের মাঝে মেল বন্ধন তৈরির উদ্দেশ্যে যৌথ ভাবে জমি কিনে শুধু নির্মান খরচ প্রদান করে নিজের একটি স্বপ্নের আবাসন তৈরির উপায় নিয়েই যাত্রা শুরু করেছে কোপ্রোপার্টি লিমিটেড।
মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়েই প্রায় ৬২৬ বিঘা জায়গা নিয়ে তৈরি হচ্ছে সু-পরিকল্পিত আধুনিক নগরী, ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি। সেখানেই মাত্র ৫.৯৫ লাখ টাকা ডাউনপেমেন্ট দিয়ে জমির সাফ-কবলা মালিকানা বুঝে নিয়ে, ৪০ কিস্তিতে নির্মাণ খরচ প্রদান করে আপনিও হতে পারেন ১৩৫০ স্কয়ার ফিটের একটি বিলাস বহুল ফ্ল্যাটের গর্বিত মালিক। মাত্র ৩২-৩৩ লাখ টাকায় যৌথভাবে নির্মিত হবে মোহাম্মাদপুর এবং ধানমণ্ডির সন্নিকটে নিজের একটি স্বপ্নের স্থায়ী ঠিকানা। যেখানে এখনই রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা, প্রশস্ত রাস্তা ঘাট, ঢাকার ভিতর সকল রুটে চলাচল করা গনপরিবহণ, প্রস্তাবিত ২৫০ ফিট মাওয়া-আরিচা ওয়েস্টার্ন বাইপাস রোড সহ আরও হাজারো ভবিষ্যৎ পরিকল্পনা। মেলায় আমাদের স্টল থেকে আরো বিস্তারিত জানা যাবে৷

জানা গেছে, দু দিন ব্যাপী এমেলায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও সফল নারী উদ্যাক্তা আফরিন আনিস রহমান এবং জনপ্রিয় সফল উদ্দোক্তা ও নিজের গল্প বলার মতো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ। এছাড়াও ‘ফ্যাশান শো’ তে বিচারক হিসাবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কোরিওগ্রাফার এডলফ খান। যেখানে উদ্যোক্তারা নিজেরাই নিজেদের পণ্যের মডেল হিসাবে তাদের তৈরি পণ্যগুলো দর্শকদের জন্য উপস্থাপন করবেন। আর এই শেসনটি পরিচালনা করবেন এডলফ খান। সবার জন্য উন্মুক্ত এই উৎসব ও মেলায় তারকা আলাপ, উদ্যোক্তা প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেহেদী উৎসব, চুড়ি উৎসব, ফ্যাশান শো, রাফেল ড্র, কুইজ পর্বসহ বিভিন্ন আয়োজন থাকবে।

নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম জানান, ‘সারাদেশের উদ্যোক্তাদের নিয়ে দেশে প্রথমবারের মত ২ (দুই) ব্যাপী ব্যতিক্রমী মেলা ও উৎসবে তাঁদের পণ্য প্রদর্শনী করা হবে। মেলায় সর্বমোট ৪৮ টি স্টল থাকবে। উদ্যোক্তাদের গল্প ও পণ্য প্রদর্শনীর ভিত্তিতে সেরা ১০ জনকে বাছাই করা হবে, তারপর বিচারকগণ ৩ ক্যাটাগরিতে ৩ জন নক্ষত্র নারী নির্বাচন করে তাদের নগদ অর্থসহ পুরস্কৃত করা হবে।

পুরস্কারের বিষয়ে জানতে চাইলে আয়োজকরা জানান, সেরা উদ্যোক্তাদের ৩ জনকে নগদ ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে ও ক্রাউন পড়ানো হবে। এছাড়াও বিচারকের রায়ে সেরা ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এখানে বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় একজন অভিনেত্রী ও একজন নারী উদ্যাক্তা।

উল্লেখ্য, মেলা উপলক্ষে স্টল বুকিং চলছে। স্টল বুকিং এর বিষয়ে জানার জন্য নক্ষত্র নারী সংগঠনের ফেসবুক পেজ/ Shahnaz Islam এর ফেসবুক পেজ/ (01310544138) এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।