ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দগ্ধদের সেবায় কাজ শুরু করেছেন ভারতের চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার
জুলাই ২৫, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা তাদের চিকিৎসাসেবামূলক কাজ শুরু করেছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত চিকিৎসা পরামর্শের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

এতে বলা হয়, বাংলাদেশ সফররত ভারতীয় চিকিৎসক দলের সদস্যরা প্রতিটি সংকটাপন্ন মামলার পর্যালোচনা করেন, চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তাদের মূল্যায়ন তুলে ধরেন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে গত ২১ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাসের অংশ হিসেবে ভারতীয় চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, দগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসে পৌঁছেছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দি‌কে তারা ঢাকায় এসে পৌাঁছায়। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। চীনে চিকিৎসাসেবা প্রতিনিধি দলকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

চীনের জরুরি চিকিৎসা দলের সদস্যদের মধ্যে রয়েছেন হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটালের পাঁচজন দগ্ধ-বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স।

এর আগে, রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান।

বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এতে শিক্ষার্থীসহ নিহত হয়েছে ২৯ জন। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জন।

 

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।