ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

থিয়েটার ইউল্যাব আয়োজন করছে বাংলা মঞ্চ নাটক ‘প্রায় তিন/ চার জন’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৬ই আগস্ট, বুধবার সন্ধ্যা ৭ টায়, থিয়েটার ইউল্যাব আয়োজিত একটি বাংলা মঞ্চ নাটক ‘প্রায় তিন/ চার জন’ ইউল্যাব রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাটকটি লিখেছেন জাহিদ সোহাগ এবং পরিচালনা করেছেন সারোয়ার জাহান উপল। থিয়েটার ইউল্যাবের সদস্যবৃন্দ এ নাটকে অভিনয় করবেন।

লেখক খুবই সুনিপুণ ভাবে চরিত্রের স্বাতন্ত্র্য বজায় রেখে বর্তমান সময়ের মানব জীবনের শূণ্যতাকে তুলে ধরেছেন। নাটকের প্রধান চরিত্র ‘মা, যার কাছে জীবন-মৃত্যু, মুক্তি-বন্দী কোন কিছুই অর্থবহ নয়। তিনি পুরো নাটক জুড়ে বারংবার অবচেতন মনে তার মৃত নিখোঁজ সন্তানদের হ্যালুসিনেট করেন। লেখকের অসামান্য সাহিত্য গুনে তা চমৎকার ভাবে ফুটে উঠেছে। থিয়েটার ইউল্যাবের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন নাটকটি মঞ্চস্থ করার লক্ষ্যে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। লেখক জাহিদ সোহাগ অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন। ইউল্যাবের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।