নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সিমেক ইনস্টিটিউট ও আইডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) বিকাল ৩ টায় টেকসই উন্নয়নের স্থানীয়করণ (Localising Sustainable Development) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটি ঢাকার উত্তরাস্থ সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজিতে অনুষ্ঠিত হবে। সেমিনারে সরকারি, বেসরকারি, এনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি সাস্টটেইনিবিলিটি পলিসি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. ডোরা মেরিনোভা। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ও মার্কেটিং বিভাগের প্রধান প্রফেসর ড. জুলিয়া রিচার্ডসন।
এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. মোয়াজ্জেম হোসেন, ড. আসিফ সিদ্দিকি, হোসাইন সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।
সেমিনারটি আয়োজনের বিষয়ে জানতে চাইলে এসডিজি মডেল ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর মুহাম্মাদ শরিফুর রহমান জানান, ‘সিমেক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারে গত পাঁচ বছর ধরে এসডিজি একশন রিসার্চ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন গবেষণা কার্যক্রম উপস্থাপন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও ইউনিভারসিটি অফ সানশাইন কোষ্ট এর সাথে আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের মাধ্যমে কয়েকটি গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তা, গবেষক ও একাডেমীয়াদের অস্ট্রেলিয়ায় শিক্ষা, গবেষণা ও শর্ট কোর্সে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়েছে।’
সংবাদ লাইভ/এবি


