রাজধানীর ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ধানমন্ডি সোসাইটির যৌথ উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির বর্জ্য অপসারণ ও জীবানুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের দ্বিতীয় দিন (৩০ জুন) ও এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ কার্যক্রমে ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে ধানমন্ডি আবসিক এলাকায় বর্জ্য অপসারণের জন্য পিকআপ ট্রাক ও ব্যাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার দেওয়া হয়।
ধানমন্ডি সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, সোসাইটির অন্য সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কার্যক্রমে উপস্থিত রয়েছেন।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


