ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বুটেক্সে পিএইচডি ডিগ্রি চালু

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষা কার্যক্রমে প্রথমবারের মতো ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে পাঁচটি অনুষদের আওতায় মোট ১০টি বিভাগে চালু হচ্ছে পিএইচডি ডিগ্রি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাবেরী মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের আওতায় মোট ১০টি বিভাগে পিএইচডি করার সুযোগ রয়েছে। উক্ত প্রোগ্রামে অংশগ্রহনের জন্য একজন শিক্ষার্থীর ন্যূনতম বিএসসি পর্যায়ে শতকরা ৫০ ভাগ মার্ক অথবা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে এবং স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিভাগে বিএসসি ইন্জিনিয়ারিং, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন, চার বছর মেয়াদি বিএসসি প্রোগ্রাম অথবা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে।

তাছাড়া, এমএসসি পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) অথবা সমতুল্য শতকরা ন্যূনতম ৬০ ভাগ মার্ক থাকতে হবে এবং স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে আনুষাঙ্গিক বিভাগে এমএসসি ইন্জিনিয়ারিং, এম.ফিল অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর, ২০২৩।  বিস্তারিত অন্যান্য তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: https://www.butex.edu.bd/

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।