জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে পুনরায় ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে মতামত চেয়েছে সরকার। গত মঙ্গল ও বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই খসড়া ঘোষণাপত্র পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে কিছুটা সংযোজন-বিয়োজনের মধ্য দিয়ে তা চূড়ান্ত করেছে দলটি। চব্বিশের গণ-অভ্যুত্থানকে ধারণ করার বিষয়ে একমতের পাশাপাশি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ৭ নভেম্বরকেও জুলাই ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছিল। ঘোষণাপত্রের নতুন খসড়ায় এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এ ব্যাপারে বিএনপি ইতিবাচক।
তবে সংবিধান পুনর্লিখনের বিপক্ষে মত দিয়েছে দলটি। জুলাই ঘোষণাপত্রে সংবিধানের মৌলিক বিষয় অক্ষুণ্ন ও মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রাখার পক্ষে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা-এই দুই বিষয়কেও ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়ার বিষয়ে মত দেওয়া হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে ঘোষণাপত্র খসড়ার একটি কপি সরকারকে পৌঁছে দেবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।


