ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জুলাই ঘোষণাপত্রে ইতিবাচক বিএনপি

Ahsan Habib
জুলাই ১০, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে পুনরায় ঘোষণাপত্রের খসড়া পাঠিয়ে মতামত চেয়েছে সরকার। গত মঙ্গল ও বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই খসড়া ঘোষণাপত্র পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে কিছুটা সংযোজন-বিয়োজনের মধ্য দিয়ে তা চূড়ান্ত করেছে দলটি। চব্বিশের গণ-অভ্যুত্থানকে ধারণ করার বিষয়ে একমতের পাশাপাশি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও পঁচাত্তরের ৭ নভেম্বরকেও জুলাই ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছিল। ঘোষণাপত্রের নতুন খসড়ায় এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সবমিলিয়ে এ ব্যাপারে বিএনপি ইতিবাচক।

তবে সংবিধান পুনর্লিখনের বিপক্ষে মত দিয়েছে দলটি। জুলাই ঘোষণাপত্রে সংবিধানের মৌলিক বিষয় অক্ষুণ্ন ও মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রাখার পক্ষে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা-এই দুই বিষয়কেও ঘোষণাপত্রে গুরুত্ব দেওয়ার বিষয়ে মত দেওয়া হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে ঘোষণাপত্র খসড়ার একটি কপি সরকারকে পৌঁছে দেবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।