নেত্রকোনা জেলার তরুণদের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক জলবায়ু ধর্মঘট-২০২৩’ আজ শুক্রবার (৩রা মার্চ ২০২৩) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা এবং নবায়নযোগ্য শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে জলবায়ু ধর্মঘট করেছে নির্ভয় ফাউন্ডেশন নেত্রকোনা জেলা শাখা, এক্টিভিস্টা নেত্রকোনাসহ স্থানীয় তরুণেরা।
জলবায়ু পরিবর্তনের নানা ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন স্লোগান প্রদানের মাধ্যমে তরুণরা এই কার্যক্রম পরিচালনা করেন। এসময় তারা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে তাদের দাবী দাওয়া তুলে ধরার চেষ্টা করেন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তরুণরা তাদের অবস্থান জানান দেন এবং দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি খাতে পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণের জন্য আহবান জানান।
উল্লেখ্য, নির্ভয় ফাউন্ডেশন নেত্রকোনা জেলায় জলবায়ু সুবিচার দাবিতে প্রতি সপ্তাহে ধর্মঘট আয়োজন করে থাকে।
সংবাদ লাইভ/আরিফুল


