ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা আজিজুল হক কলেজ

বগুড়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ।

এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩২৭ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৫১ জন।

এছাড়াও বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ।

জানা যায়, চলতি বছর বগুড়ায় ৬২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৩ হাজার ১২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বিষয়টি নিয়ে আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা বলেন, ‘এবারের পরীক্ষায় মোট এক হাজার ৩৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে তিনজন বাদে বাকি সবাই পাশ করেছে। যে তিনজন অকৃতকার্য হয়েছে তারা অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।