ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাহিদ হাসানের উদ্যোগে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নোবিপ্রবিতে ভিন্নধর্মী আয়োজন

নোবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ৫, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল ৪ জানুয়ারি। নানা আয়োজনে দিবসটি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন হিসেবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ‘চিত্র প্রদর্শনী’ ও ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিনিকেতন এলাকায় আয়োজন করা উন্মুক্ত ‘চিত্র প্রদর্শনী’ ও ‘সাংস্কৃতিক সন্ধ্যা’র। এর আয়োজন করেন শাখা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ।

চিত্র প্রদর্শনীতে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতার সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা তুলে ধরা হয়। পরে প্রদর্শনী শেষে সন্ধ্যায় শান্তিনিকেতনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন ছাত্রলীগের এই নেতা।

এর আগে জাহিদ হাসান শুভ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তার অনুসারীদের নিয়ে দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে। দিনের শুরুতে পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নোবিপ্রবির বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে শেষ হয়। সেখানে শুভ তার কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভিন্নধর্মী এমন আয়োজনের বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান শুভ বলেন, ‘দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার এখন ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, নোবিপ্রবির শাখার কর্মীরা দেশরত্নের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে একসাথে কাজ করার জন্য ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি।

আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট সিটিজেন হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম কাতারে রাখতে বছরব্যাপী বিভিন্ন কর্মশালার আয়োজনের উদ্যোগ নিয়েছি। তারাই সূচনা হিসাবে আজকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজন।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।