ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে চট্টগ্রামে পাড়ি দিয়েছে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। সিরিজের প্রথম ওয়ানডেতে জয় তুলে নিতে সেখানে কঠোর অনুশীলন করছেন তামিম ইকবাল ও রশিদ খানরা।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টসে।
আসন্ন ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হারাতে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সম্ভাব্য সবধরনের পরিকল্পনা সাজাচ্ছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে পিঠের চোটে খেলা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে তামিমের। অন্যদিকে চোট কাটিয়ে নিয়মিত অনুশীলন করছেন আফগান অধিনায়ক রশিদ খান। সবকিছু ঠিক থাকলে সাগরিকার পাড়ে বাইশ গজে দেখা যাবে এই লেগ স্পিনারকে।
শঙ্কা উড়িয়ে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ। কাল খেলার পর আরো ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’
তামিমের চোট নিয়ে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘তামিম এখন পর্যন্ত ভালো আছে। আমরা তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দেখছি অনুশীলনের পর সে কেমন বোধ করছে।’
এদিকে লম্বা সময় পর লাল-সবুজের ডেরায় ডাক পেয়েছেন টাইগার ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়াও ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়া আফিফ হোসেনও দলে ফিরেছেন। তবে এই দু’জন সেরা একাদশে জায়গা পাবেন কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে আফগানিস্তানের ডেরায় যুক্ত হয়েছেন রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে তিনি যে মরিয়া, সেটি অনুশীলনেই লক্ষ্য করা গেছে। টাইগারদের বিপক্ষে জয় তুলে নিতে বেশ কৌশলী আফগানিস্তানও। এজন্য আসন্ন সিরিজে আব্দুল রহমান, মোহাম্মদ সেলিম, ওয়াফাদার মোমান্দ ও জিয়া-উর-রহমানের মতো উঠতি তারকাদের স্কোয়াডে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। এদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে যে কারোরই ওয়ানডে অভিষেক হতে পারে।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ৭বার জয় ও চারবার হারের মুখ দেখেছে টাইগাররা। অন্যদিকে চট্টগ্রামের মাটিতে সবশেষ ওয়ানডেতে টাইগারদের ৭ উইকেটে হারিয়েছে রশিদ খানের দল। নিশ্চিতভাবেই এ জয় স্বস্তি দিচ্ছে আফগান আটলানদের।
নিজেদের সবশেষ পাঁচম্যাচের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ, অন্যদিকে বৃষ্টির কারণে দুই ম্যাচের কোনো ফলাফল হয়নি। আর শেষ পাঁচ ওয়ানডের তিনটিতে হার ও একটিতে জিতেছে আফগানরা। সেই বিবেচনায় আসন্ন ওয়ানডে সিরিজ বাংলাদেশের পক্ষেই কথা বলছে।
বিগত কয়েক সিরিজে ‘ব্র্যান্ড’ ক্রিকেট প্রদর্শন করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত করেছে টাইগাররা। অন্যদিকে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের সবশেষ কয়েকটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারেনি জোনাথন ট্রটের শিষ্যরা।
এদিকে আফগান বধের পরিকল্পনায় ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়কত্বের ভার পড়েছে তামিম ইকবালের কাঁধে। তার সঙ্গে পাঁচ ব্যাটার লিটন দাস, মোহাম্মদ নাইম, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় দলে ডাক পেয়েছেন।
অলরাউন্ডার সাকিব আল হাসান, আফিফ হোসেন ও মেহেদী মিরাজের সঙ্গে বল হাতে আফগানদের চোখ রাঙানোর অপেক্ষায় তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান। এছাড়া আফগানদের ব্যাটিং দায়িত্ব সামলাবেন হাশমতউল্লাহ শাহিদী, ইব্রাহিম জাদরান, ইব্রাহিম আখিল, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ।
আফগানদের অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন- আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রহমত শাহ, শাহিদউল্লাহ। পাশাপাশি বোলিংয়ে ডাক পেয়েছেন আব্দুল রহমান, ফজল হক ফারুকী, এজহারুল হক নাভিদ, মোহাম্মদ সেলিম, মুজিব-উর-রহমান, ওয়াফাদার মোমান্দ, জিয়া-উর-রহমান ও রিয়াজ হাসান।
সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামেই। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। এরপর সিলেটে ১৪ ও ১৬ জুলাই দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
সংবাদ লাইভ/খেলা


