ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জবি কলা অনুষদের নতুন ডীন অধ্যাপক ড. হোসনে আরা

জুবাইর হাসান শান্ত, জবি প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৩ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের নতুন ডীন নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। তিনি সাবেক ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন এর স্থলাভিষিক্ত হয়েছেন।  ৩ ডিসেম্বর যোগদানের পরবর্তী ২ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

রোববার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডীন-এর মেয়াদ ২৯ নভেম্বর দুই (২) বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য কলা অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হলো।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি, যে কাজগুলো বাকি আছে সেগুলো আগে করতে চাই। আমাদের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. সাদেকা হালিম, তিনি আমার অনুপ্রেরণা। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই আমিও দায়িত্ব পেলাম, একসাথে ভালো কিছু করতে পারবো আশা করছি৷ সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’

এর আগে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।