বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ইউসিবি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।
শুক্রবার (২৭ অক্টোবর) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর সভাপতি এম. হুমায়ুন কবির।
বিতর্কের বিষয় ছিলো ‘জাতিসংঘের মধ্যস্থতার মাধ্যমেই ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসন সম্ভব’। বিতর্কে সরকারি দলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে অংশগ্রহণ করেন মেহেদী হাসান অনিক, আতিয়া ইবনাত, মাহমুদুল রাফিক, রুমন হাসান ও জারিন তাসনীম। বিরোধী দলে অংশ নেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিতার্কিক দল।
নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রুমন হাসান বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির লক্ষ্য বাংলাদেশের বিতর্ক অঙ্গনে নিজ বিশ্ববিদ্যালয়কে তুলে ধরা, যেন বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধির পাশাপাশি বিতার্কদের মানও বৃদ্ধি পায়। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা নতুন উদ্দীপনা জুগিয়েছে যা ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।


