ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ছাত্রলীগের কান্ডারী হতে উত্তরবঙ্গ থেকে এগিয়ে যারা

সংবাদ লাইভ
নভেম্বর ২৯, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানী প্রতিবেদক: ২০১৮-২০১৯ পর্যন্ত ছাত্রলীগের ৮টি কেন্দ্রীয় কমিটি হলেও রাজশাহী অঞ্চল থেকে নেতৃত্ব আসেনি। তবে বিভিন্ন সময়ে রংপুর অঞ্চল থেকে নেতৃত্ব এসেছে। ফলে এবারের সম্মেলনে প্রার্থী নির্বাচনে ধারাবাহিকতার ন্যায় রংপুর ও দীর্ঘদিন নেতৃত্ব না পাওয়া রাজশাহী অর্থাৎ উত্তরবঙ্গ অঞ্চলটি বরাবরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণে তৎপর উত্তরবঙ্গ থেকে পদ-প্রত্যাশী নেতারা। এদের প্রত্যেকেই নিয়মিত আওয়ামীলীগ হাই-কমান্ডের সাথে যোগাযোগ রাখছেন।

আলোচনায় আছেন যারা:
সাদ্দাম হোসেন (ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক), রকিবুল ইসলাম ঐতিহ্য ( সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি), রাকিবুল হাসান রাকিব ( সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি), হায়দার মোহাম্মদ জিতু ( প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), আবুল হাসনাত সরদার হিমেল ( গ্রন্থতা ও প্রকাশনা সম্পাদক), আবদুল্লাহ হীল বারী ( গণশিক্ষা সম্পাদক), আল আমিন সিদ্দিক সুজন (ক্রীড়া সম্পাদক), মেহেদী হাসান সানী ( সাংস্কৃতিক সম্পাদক), হাসানুর রহমান হাসু ( সমাজসেবা বিষয়ক উপ সম্পাদক), ইফতেখার বিন আলী (সদস্য)।

তবে শেষ পর্যন্ত উত্তরবঙ্গ অঞ্চল থেকে শীর্ষ নেতৃত্বে আসছে কী আসছে না, তা জানার জন্য আগামী সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পদপ্রত্যাশীরা যা বলছেন :
ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনের মাধ্যমে কেমন নেতৃত্ব প্রত্যাশা করেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, যারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে, যারা চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এবং বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণের জীবনমানের যে অভূতপূর্ব উন্নয়ন সেটি ধরে রাখার জন্য যারা সাহসিকতা, মেধা ও সৃজনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে এমন নেতৃত্ব প্রত্যাশা করি।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ জাতির আশা-আকাঙ্ক্ষা স্বপ্নের ধারক ও বাহক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ ও বিবিধ টানাপোড়েন মোকাবিলা করে ছাত্রলীগ তার অগ্রযাত্রা ধরে রেখেছে। আগামী নেতৃত্বেও এর প্রতিফলন থাকবে বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি। আগামী দিনের নেতৃত্ব হবে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত, মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান এবং সর্বোপরি জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রদীপ্ত।

ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের আদর্শের সংগঠন। এ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করেছে। কাজেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে দেশরত্ন শেখ হাসিনার টিমমেট প্রয়োজন।

ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির দর্শন যারা মনেপ্রাণে লালন ও ধারণ করেছেন এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন চিন্তার সহযাত্রী হিসেবে দৃঢ়তার সাথে কাজ করেছেন, সর্বোপরি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার যোগ্য সারথী হিসেবে কাজ করার যোগ্যতা যারা রাখেন, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি।

ছাত্রলীগের সদস্য ইফতেখার বিন আলী বলেন, জাতীং নিবার্চনের আগে এই সম্মেলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গে আওয়ামীলীগের দুর্গ তৈরি করতে উত্তরবঙ্গ থেকে নেতা আসা জরুরী। আগামীর বাংলাদেশ হবে পুরোটাই বিজ্ঞাননির্ভর। সেখানে ছাত্রলীগের প্রধান নের্তৃত্বে দরকার বিজ্ঞানের ছাত্র তবেই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করা সম্ভব। আমি একজন বিজ্ঞানের ছাত্র, আর এ কারণেই এই চ্যালঞ্জে অংশীদার হতে ছাত্রলীগের প্রধান পদে নিজেকে এগিয়ে রাখছি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।