ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

চার বছর পর বুটেক্সের আবাসিক হলের শিক্ষার্থীরা মাতলেন হল ফিস্টে

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে( বুটেক্স) প্রায় ৪ বছর পরে হল ২৮ জুলাই (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের জি.এম.এ.জি ওসমানী হল এবং সৈয়দ নজরুল ইসলাম হলের একই দিনে ফিস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। হলে অবস্থানরত ৪৩ তম ব্যাচের বিদায় উপলক্ষে এ আয়োজন করেছে হল কতৃপক্ষ।

দীর্ঘ প্রায় ৪ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক হল ফিস্ট। পুরো হল জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং এ নিয়ে হলের সাধারন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার শেষ নেই। বিকেলে কালার-ফেস্ট, সন্ধ্যায় ফরমাল সেশন এবং রাতে নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড ফেস্টের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে হল ফিস্ট কমিটি থেকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিস্ট কমিটির রকি বলেন, দীর্ঘ ৪ বছর পরে ফিস্ট হওয়ায় শিক্ষার্থীরা উদ্দীপ্ত এবং স্বল্প বাজেট হওয়া সত্বেও সবকিছু সুন্দরভাবে আয়োজন করতে পেরেছে বলে তিনি জানান। তাছাড়া আজ শিক্ষার্থিদের একটি সুন্দর মুহূর্ত উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদী।

প্রসঙ্গত,২০১৯ সালের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সর্বশেষ হল ফিস্ট অনুষ্ঠিত হয়েছিল।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।