ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

খাদ্য নিরাপত্তায় বিজ্ঞানী-সম্প্রসারণ কর্মীদের একযোগে কাজ করার আহবান

নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম অঞ্চলের কৃষি বিভাগের বিভিন্ন সংস্থার সমন্বয়ে দুই দিন ব্যাপী ২১ মে থেকে ২২ মে হাটহাজারীস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সম্প্রসারণ-পর্যালোচনা ও কর্মসূচি  কর্মশালা ২০২৫ খ্রি. শুরু হয়ে  গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক,  সেবা ও সরবরাহ, বিএআরআই, গাজীপুর।

প্রধান অতিথি ড. আহমেদ কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহের উন্নত জাত চাষাবাদ করে খাদ্য উৎপাদন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে বিজ্ঞানী এবং সম্প্রসারণ কর্মীদের একসাথে কাজ করতে হবে বলে উদাত্ত আহ্বান জানান। .ড. মো. সহিদুল ইসলাম খান, মুখ্য বৈজ্ঞানিক  কর্মকর্তার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ জনাব আবদুচ ছোবাহান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, ড.  বিমল কুমার প্রামানিক, ডিডি, কক্সবাজার, ড. আমিনুল ইসলাম, সিএসও, ব্রি, সোনাগাজী প্রমুখ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেনড.  মোহাম্মদ আমিন, সাবেক সিএসও, ড. মনোরঞ্জনধর সাবেক সিএসও বিএআরআই।

কৃষিতে চট্টগ্রাম অঞ্চলের ভাবনা নিয়ে কৃষি বিভাগের কৃষি গবেষণা, ধান গবেষণা, পরমাণু কৃষি গবেষণা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন, কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী,নোয়াখালী, লক্ষীপুর, বীজ প্রত্যয়ন এজেন্সি, চট্টগ্রাম,  এনজিও প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের উপস্থাপনাসমূহ  তুলে ধরেন। লবণাক্ত এবং জোয়ার ভাটা সহিষ্ণু জাত, উচ্চ ফলনশীল জত উদ্ভাবন, ঢলে পরা রোগ দমনে উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করে জৈব প্রযুক্তি উদ্ভাবন, হাইড্রোফনিক প্রযুক্তির সম্প্রসারণ, ভাসমান কৃষি প্রযুক্তি, মৌসুমের বাহিরে অমৌসুমী ফলের চাষ বৃদ্ধিকরণ, ধানের আলোর প্রতি সহনশীল জাত সহ কৃষি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। চারটি কারিগরি অধিবেশনে এই কর্মশালায় প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিজ্ঞানী, এনজিও প্রতিনিধি, কৃষি উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।