টিভির পর্দায় খবর পাঠ করছেন একজন তরুণী। শাড়ি, কপালে ছোট টিপ, ইংরেজিতে অনবরত কথা বলে পারে এই উপস্থাপিকা। তার নাম দেওয়া হয়েছে লিসা। কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই উপস্থাপিকা আসলে কোনো মানুষ নয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই তরুণীকে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এ.আই (AI) এর ব্যবহার দেখা গেলেও এই প্রথম খবর উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হলো।
সোমবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন খবর পাঠ করবেন কৃত্রিম এই উপস্থাপিকা।
সম্প্রতি ওটিভি নামের উড়িষ্যার একটি জনপ্রিয় চ্যানেলের অনুষ্ঠানে লিসার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন চ্যানেলটির কর্ণধার। ইংরেজি এবং উড়িষ্যা
ভাষায় খবর পাঠ করবে লিসা। তবে জানানো হয়েছে, লিসা উড়িষ্যার ভাষা এখনও ভালো করে রপ্ত করে উঠতে পারেননি। তাঁকে ভাষা শেখানোর কাজ এখনো চলমান। একটানা উড়িষ্যা ভাষা বলা শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছেন চ্যানেলটির কর্তৃপক্ষ।
সূত্র: আনন্দবাজার


