নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরে প্রথমবারের মতো রিক্সা ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সর্বোচ্ছ দুই (০২) জন যাত্রীর শর্তে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাড়া নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলচত্ত্বর (জয় বাংলা চত্ত্বর)/প্রধান ফটক থেকে যে কোনো জায়গায় (হল, একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, মসজিদ, লাইব্রেরি) কিংবা যে কোনো জায়গা থেকে গোলচত্ত্বরে (জয় বাংলা চত্ত্বর)/প্রধান ফটকে ন্যূনতম ভাড়া ১০ টাকা (সর্বোচ্চ ০২ জন)। তবে, ০২ জনের অধিক যাত্রীর ক্ষেত্রে জনপ্রতি ৫ টাকা হারে বাড়তি ভাড়া নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ০৩ জনের জন্য ১৫ টাকা, ০৪ জনের জন্য ২০ টাকা এভাবে যাত্রীসংখ্যার বৃদ্ধি অনুসারে বাড়তি ভাড়া নিতে পারবেন রিক্সা/ভ্যান চালকরা।
যদি এই নির্দেশনা না মেনে কোনো চালক বাড়তি ভাড়া আদায় করে তাহলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


