ঢাকারবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কৃষির উৎকর্ষ সাধনে কৃষির বিকল্প নেই: কুড়িকৃবি উপাচার্য

সংবাদ লাইভ
জানুয়ারি ২৯, ২০২৩ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষির উৎকর্ষ সাধনে কৃষির বিকল্প নেই। কৃষি সংক্রান্ত সংবাদ পরিবেশনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিয়মিত কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা নতুন নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। কৃষি সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। কৃষির সফলতা প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও বেশি কাজ করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা-২০২২’ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

শনিবার (২৮জানুয়ারি) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাকৃবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও বাকৃবিসাসের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রনির সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন ও বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্য এশিয়ান এইজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।