কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসন এবং বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বরুড়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে জরিমানা করে পনের হাজার টাকা।
মোবাইল কোর্টে (পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ) বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ ব্যতীত হোয়াইট ব্রেড, কেক ও বিস্কুট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় বরুড়ার গামারুয়ার মেসার্স মুন্নি ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯-এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
একই অপরাধে বরুড়া বাজারে মেসার্স ভাই ভাই বেকারি প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
উক্ত মোবাইল কোর্টটি বরুড়ার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা এর নেতৃত্বে পরিচালিত হয়। পাশাপাশি প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল দায়িত্ব পালন করেন।


