ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কুবিতে ইএলডিসি’র আয়োজনে ‘বিজচ্যাম্প সিজন ২০২৩’ কেইস কম্পিটিশন

কুবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এন্ট্রপ্রেনরশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘বিজচ্যাম্প সিজন-২০২৩’ আন্তঃবিশ্ববিদ্যালয় কেইস কম্পিটিশন।

তিনটি সেশন ও তিনটি ধাপে কেইস সমাধানের এই কম্পিটিশনের প্রথম সেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (২১ই সেপ্টেম্বর) এবং রবিবার (২৫ই সেপ্টেম্বর) প্রথম কেইস সমাধানের মধ্য দিয়ে এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে।
আয়োজিত এই কেইস কম্পিটিশন এ বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগ থেকে মোট ৭৫ টি টিম অংশগ্রহণ করবে।

ক্লাব সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে এটিই প্রথম আয়োজিত কেইস কম্পিটিশন। ক্লাবের এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে আছে ‘অডিওবুক অন’। এছাড়াও স্পন্সর করেছে ‘পিৎজ্জামম’ ও ই-লার্নিং পার্টনার হিসেবে ‘ঘুড়ি লার্নিং’। কম্পিটিশনে বিচারক হিসেবে দেখা যাবে ‘নেসলে’ কোম্পানির টেরিটরি ম্যানেজার তানভীর হোসেন তামিম এবং লিংকড-ইন কমিউনিটি বাংলাদেশ (এলসিবি) এর প্রতিষ্ঠাতা ও রবি এক্সিয়াটা কোম্পানির ডিএসএম আলতাফ হোসেন রাজু কে।

এ বিষয়ে ক্লাবের সভাপতি সামিউল ইসলাম জিসান বলেন, ‘ ইএলডিসি সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরী বাজারের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে তৎপর। এর পূর্বেও আমাদের বিভিন্ন কার্যক্রমে তা বরাবর প্রমাণিত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। এবার আমরা বেশ বড় পরিসরে এই ‘বিজচ্যাম্প সিজন ২০২৩’ কেইস কম্পিটিশন টির আয়োজন করতে যাচ্ছি। এখনকার সময়ে প্রায় বেশিরভাগ চাকরী পরীক্ষাতেই কেইস সমাধানের একটা অংশ থাকে এবং পর্যাপ্ত না জানার কারণে অনেকে এই পর্যায়ে গিয়ে বাছাইপর্ব থেকে ছিটকে পরে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই কেইস কম্পিটিশন এর মাধ্যমে এ বিষয়টির সাথে আরও ভালোভাবে পরিচিত হতে পারে ও শিখতে পারে তার জন্যই এই আয়োজন।’

প্রসঙ্গত, তিনটি পর্যায়ের এই কেইস কম্পিটিশনের চূড়ান্ত পর্ব শেষ হবে আগামী ৬ই অক্টোবর এবং বিজয়ী দলের জন্য থাকবে নগদ টাকা সহ মোট ২০ হাজার টাকা সমমূল্যের উপহার।

উল্লেখ্য, গত ১লা সেপ্টেম্বর অনলাইন ও অফলাইন উভয়যোগে এই কম্পিটিশনের রেজিষ্ট্রেশন শুরু হয়ে ৭৫ টি টিমের রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে ১২ই সেপ্টেম্বর শেষ হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।