কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন।
কম্বল বিতরণের পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর মেয়র খাইয়ুম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোখলেছুর রহমান মোখলেছ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শুভ প্রমুখ।


