পুরুষদের ফুটবল বিশ্বকাপে এই প্রথম ম্যাচ পরিচালনা করবেন কোনও মহিলা রেফারি। বৃহস্পতিবার কাতারের মাঠে সে নজির গড়বেন ফ্রান্সের রেফারি স্টেফানি ফ্রাপা। গ্রুপ ‘ই’-র ম্যাচে তাঁর নজরদারিতেই থাকবেন জার্মানি এবং কোস্টা রিকার ফুটবলাররা।
বৃহস্পতিবার ম্যাচে স্টেফানির সহযোগী রেফারিরাও মহিলা। ৩৮ বছরের স্টেফানির নজির গড়ার দিনে সহকারী রেফারি হিসাবে থাকবেন ব্রাজিলের ক্যারেন দিয়াজ় এবং মেক্সিকোর নেওজ়া ব্যাক।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


