বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামে শিক্ষকের ছেলের বিয়ের অনুষ্ঠান অয়োজন করার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রোববার (২৬ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১১টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক ধনঞ্জয় বর্মন, জেলা সদস্য মিষ্টি রানী, সুরঞ্জিত, বিপ্লব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলে জ্ঞান চর্চার কেন্দ্র আর সেইখানে শিক্ষকের ছেলের বৌভাতের আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের ধারণার সাথে কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ আরও বলেন এই ঘটনার মাধ্যমে কলেজ অডিটোরিয়ামকে বাণিজ্যিকীকরণ এর প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চক্রান্ত করা হচ্ছে, শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ করতে ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছে ভবিষ্যতেও ছাত্র সমাজকে সাথে নিয়ে সকল বানিজিকীকরণের চক্রান্ত প্রতিহত করবে।
এসময় কর্মসূচীর স্থলে কলেজ অধ্যক্ষ উপস্থিত হয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না এবং নিজের কৃত কর্মের জন্য দু:খ প্রকাশ করেন। কর্মসূচী শেষ করবার অনুরোধ করলে নেতৃবৃন্দ অধ্যক্ষের প্রতিশ্রুতিকে সম্মান জানিয়ে কর্মসূচি শেষ করেন। তবে সেইসাথে এরকম ঘটনাল ভবিষ্যতে ঘটলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।


