ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কর্পোরেট জগতের নতুন নেতৃত্ব গড়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির আয়োজনে ‘রোড টু চ্যাম্পিয়ন সিজন ৩’

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা বিষয়ক সংগঠন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য দেশের সব থেকে বড়ো ন্যাশনান অনলাইন প্রতিযোগিতা ‘রোড টু চ্যাম্পিয়ন সিজন ৩’ আয়োজন করতে চলেছে।

প্রতিবারের ন্যায় এই সিজনেও কয়েকটি ধাপে সম্পন্ন হবে প্রতিযোগিতাটি। তবে এইবারের আয়োজনে থাকছে কিছু ভিন্নতা। চারটি ধাপে একটি টিমকে তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেকটি টিমের জন্য থাকছে দেশের কর্ণধার কর্পোরেট ব্যাক্তিত্বদের দ্বারা পরিচালিত কিছু ট্রেনিং সেশন।

প্রথম ধাপে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে পরবর্তী পর্বের জন্য উত্তীর্ণ হতে হবে প্রত্যেকটি টিমকে। দ্বিতীয় ধাপে কয়েকটি বিষয় থেকে একটির উপর আর্টিকেল লিখে জমা দিতে হবে তাদের। তৃতীয় ধাপটি এইবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে। প্রতিটি টিমকে কয়েকটি প্রতীকী ছবি দেয়া হবে। এই ছবি গুলোকে প্রতিটি টিমের দৃষ্টিকোণ থেকে বিচারকদের নিকট উপস্থাপন করতে হবে। এই পর্বের নাম ঠিক করা হয়েছে ‘পিকচার পার্সপেক্টিভ ব্যাটল’। শেষে কেস স্টাডি পর্বের মাধ্যমে আয়োজনটি ইতি টানবে।

প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী দল, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের জন্য থাকছে প্রাইজ মানি, ক্রেস্ট এবং সার্টিফিকেট। তাছাড়া রেজিষ্ট্রেশনকৃত প্রত্যেকটি টিমকে দেয়া হবে পার্টিসিপেশন সার্টিফিকেট। এসএসবি লেদারের পরিবেশনায় নওশীন ফ্যাশন নিবেদিত এই বারের আয়োজন ‘রোড টু চ্যাম্পিয়ন সিজন ৩’ দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

চলতি মাসের ৩ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে প্রতিযোগিতাটির, চলবে ১৩ তারিখ পর্যন্ত। একটি টিম সর্বোচ্চ ৩ জন সদস্য নিয়ে গঠিত হতে পারবে।

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই পর্যন্ত রোড টু চ্যাম্পিয়নের দুইটি সিজন সফল ভাবে সম্পন্ন করেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।