শীত মানে: হাফেজ নাঈম উদ্দীন
শীত মানে খোকাখোকির ভাপা পিঠার আয়োজন
শীত মানে লেকের পাড়ে অতিথি পাখির আগমন
শীত মানে জুতো মোজায় সারা শরীর ঢাকা
শীত মানে সকাল বিকাল উষ্ণতার পাশে থাকা
শীত মানে কুয়াশা জড়ানো মিষ্টি রোদে হাঁটা
শীত মানে আম্মুর গোসল করার তাড়া
শীত মানে ক্ষেতেভরা শাকসবজির মেলা
শীত মানে রাতে ব্যাডমিন্টন খেলা
শীত মানে ছোট্ট খুকির চড়ুইভাতির আমেজ
শীত মানে খেজুর রসের হাঁড়ি সতেজ
শীত মানে ভোরের সূর্যস্নান গায়ে মাখা
শীত মানে প্রকৃতিতে সরষে ফুলের হলদে আভা
লেখক: শিক্ষার্থী, সমাজ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


