ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কবিতা | বেহায়া বেকার | মুস্তাফিজ মাহমুদ

মুস্তাফিজ মাহমুদ
নভেম্বর ১৭, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আমি নির্লজ্জ বেহায়া বেকার।
আমি চরম ব্যর্থ, আমি উষর-মরু সাহারা।
আমি তো লুটেরা, আমি বেদুইন-কাফেলা,
আমি যে যাযাবর, নিঃসহায়-স্বজনহারা!
আমি কীটপতঙ্গ উই, আমি জলৌকা-
আমি বিনাশী ঘুণপোকা।
আমি ঘৃনিত, আমি নিন্দিত-অবহেলিত;
আমি এক অসহায়- অভিশপ্ত বোঝা।
আমি বেশরম বেকার কৃতদাসসম! তাই–
দাসত্বে হারিয়েছি আমার সব স্বকীয়তা।
আমি জীবনযুদ্ধের এক পরাহত অনীক।
আমি উপহাস, আমি পরিহাস-
আমি ব্যর্থ বেকারের দীর্ঘ-দীর্ঘশ্বাস।
দুরাশা – আমি নিরাশা; আমি শরম-সওদা বণিক।
আমি ক্লেশ -আমি শ্লেষ। আমি নির্লজ্জ -নির্বিকার।
আমি উৎকণ্ঠা, আমি উপভোগ্য উপবাস,
আমি বেহায়া, করি দুমুঠো অন্ন তালাশ।
আমি অমাবস্যার আধার; আমি
তিমির রজনীর অশেষ অন্ধকার!
আমি বেহায়া, আমি নির্লজ্জ বেকার।
আমি মরীচিকা, মিথ্যা-মনোরথের স্বপন- সারথি।
আমি মগ্ন-প্রেমিকার করুণ-কান্না,
আমি নির্মম-নির্দয়-নিয়তি।
আমি বেশরম আমি বেকার।
অবিরত কর্ম খোঁজে আমার পাদুকা করেছি ক্ষয়,
ছোট্ট এই বক্ষ-মাঝে বহিছে প্রবল-প্রলয়।
আমি বুভুক্ষু আমি নিরুপায়- আমি তিতীর্ষা,
আমি দুর্বিষহ; আমি মুমুক্ষু- বিবৎসা।
সাফল্য নামক মরীচিকার এক লুতাতন্তুর জাল
আমাকে চারিদিক থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে।
আর সেই ধবল-ধোয়াশায়; আমি নির্লজ্জের মতো
বিলিয়ে দিয়েছি নিজেকে। করেছি তাই অসহায়-আত্মসমর্পণ।
নির্লজ্জ-বেহায়ার মতো আজ;
আমি আমার স্বকীয়তা হারিয়েছি। কারণ,
আমি এক বেহায়া বেকার।
আমি বেহায়া বেকার,
আমি গলগ্রহ, আমি পরভৃত-পরগাছা;
আমি আগাছা- গুল্মলতা পাতা।
আমি অবহেলা, আমি উচ্ছিষ্ট,
আমি মড়মড়, আমি মর্মর- শুকনো ঝরাপাতা।
আমি মৃত নদীর এক শুষ্ক বেলাভূমি,
আমি অনুর্বর-উষর-মরুভূমি।
আমি বারবার শত সহস্রবার ব্যর্থ হয়েছি। তবুও
ধরণীর চরম বাস্তবতা- বিধির বিধিতে আবারও—
উঠে দাঁড়াবার জন্যে পদ বাড়িয়েছি। কেননা,
আমি এক বেহায়া বেকার!
আমি রোজ দিবসে রুটিন করে—-
একের পর এক ব্যর্থ চেষ্টা করেইে চলেছি ।
আমার লজ্জা নেই, আমার ঘৃণা নেই, আমার কোনো
অভিযোগ নেই-কেনো অনুযোগ নেই। কারণ,
বেকারের কোনো লজ্জা থাকতে নেই। ঘৃণা কিংবা ব্যক্তিত্ব–
এসব থাকা বেকারের জন্য বিলাসী পণ্যের মতো।
পরিবার, সমাজ, রাষ্ট্রে আমি মূল্যহীন -জীবন-রথের সারথি।
লেখকঃ মুস্তাফিজ মাহমুদ
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।