প্রশ্নোত্তর
কাঙাল শাহীন
এখনো কি প্রশ্নোত্তর খুঁজ ?
আজ সকাল সকাল দেখি কদম ফুটেছে
দিনভর মেঘলা চোখে যা দেখি-
সব ফুটে উঠে তোমার চিকন ঠোঁটে
ঠোঁটে ঠোঁটে গোলাপের পাপড়ি যে হাসে
আমার মনই জানে, আর কেবল একটি
লাউডগা শরীর জীবন্ত সব পুষে রাখে যথাযথ
আমিও যে কিছুটাও ভালো থাকছি না, এই সব কথা— কাকে বলি? তবুও জানতে চাও বারবার
আমি কেমন করে থাকছি; বেঁচে আছি ভেতর-বাহির।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


