ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কবিতা | তোমার হাত বাড়াও | এইচ এ গোলন্দাজ তারা

এইচ এ গোলন্দাজ তারা
জুলাই ৭, ২০২৩ ৪:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

লেখা: এইচ এ গোলন্দাজ তারা

আমায় ডেকে নাও প্রিয়তমা
দুবাহুতে জড়িয়ে নাও অক্টোপাসের মতো
জীবনের গোধূলি সূর্যাস্তের রঙে রাঙাতে চাইনা
চাইনা প্রেমহীন লক্ষকোটি অনন্ত বছর।
আমি গোধূলির বুক চিড়ে ফুটাতে চাই আলোকরশ্মি
সূর্যোদয়ের বুকে স্নান করে রাঙ্গাতে চাই বাসন্তি মন।
শুধু প্রেম চাই
কৈশোরের সোদা মাটি প্রেম করুণ চোখের জলেভরা টলমল প্রেম প্রাপ্তির আকাঙ্ক্ষা বিহীন প্রেম।

তোমার একটি মাত্র ডাকে আমি
এককোটি আলোকবর্ষ পথ পাড়ি দিতে পারি এক মুহূর্তে,
শুধু তোমার হাত ধরে পৃথিবীর একপ্রান্ত থেকে
আরেক প্রান্তে হেঁটে যেতে পারি শত সহস্র বছর ধরে
সাগর গিরি মরু দিগন্ত বিস্তৃত প্রান্তর পাড়ি দিয়ে।
তোমার সামান্য স্পর্শে
আমার তপ্ত মরুবুকে ফোটাতে পারি
ভোরের কূয়াশায় ভেঁজা স্নিগ্ধ গোলাপ
যার গন্ধে বিভোর হয়ে পৃথিবীর তাবৎ সুখ আছড়ে পরবে তোমার আলতারাঙা পায়,

তোমার হাত বাড়াও প্রিয়তমা-
আমার গোধূলি বেলা ভোরের সূর্যোদয়ের বুকে
নবউল্লাসে সূচনা করবে নতুন সকাল
তখন পৃথিবীর সব পাখি গান গাইবে
সব ফুল ফুটে উঠবে সব নদী জলে ভরে যাবে বাকী থাকবেনা জীবনের কোন লেনাদেনা।

লেখক: সভাপতি, স্বাধীনতা সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ।

সংবাদ লাইভ/সাহিত্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।