বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগে তেমন কোনো গাছ ছিল না। এক সময় যেটি ছিল নিরানন্দ ও গাছহীন একটি প্রাঙ্গণ, আজ সেখানে দোল খাচ্ছে আম, জাম, কাঁঠাল, আমড়া, লিচুসহ প্রায় অর্ধশতাধিক ফলজ গাছ। এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি পরিবেশ সচেতন প্রতিষ্ঠান—ওরেন্ডা অ্যান্ড বিন্স।
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট ও ক্যাফে “ওরেন্ডা অ্যান্ড বিন্স” শুধু খাবারের জগতে সীমাবদ্ধ না থেকে, সমাজ ও পরিবেশের জন্যও কাজ করছে। প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব চেতনা থেকে গৃহীত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। তাদের লক্ষ্য- শিশুদের প্রকৃতির কাছে নিয়ে যাওয়া, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং স্কুল মাঠকে জীবন্ত সবুজে রূপান্তর করা।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে রোপণ করা হয় ফলজ গাছগুলো। অধিকাংশ গাছই কলমজাত বা হাইব্রিড জাতের হওয়ায় আগামী বছর থেকেই এতে ফল আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম বলেন, “আমরা কৃতজ্ঞ ওরেন্ডা অ্যান্ড বিন্স-এর প্রতি। তারা না থাকলে এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। এই ফলজ বাগান শিক্ষার্থীদের শুধু পুষ্টির দিক থেকেই নয়, প্রকৃতি সম্পর্কে ভালোবাসাও বাড়াবে।”
ওরেন্ডা অ্যান্ড বিন্সের কর্ণধার জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা সবসময় পরিবেশবান্ধব উদ্যোগের সাথে আছি। শিশুদের স্কুলে যদি গাছ থাকে, ফল থাকে, তাহলে তারা প্রকৃতির কাছাকাছি থাকবে, নিজেদের খাদ্যের উৎস চিনবে, পরিচর্যা করতে শিখবে। এটি হবে টেকসই শিক্ষার একটি অংশ।”
তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য শুধুই চারাগাছ দেওয়া নয়, আমরা চাই এগুলো বেড়ে উঠুক, বড় হোক, ফল দিক। তাই নিয়মিত তত্ত্বাবধান ও পরিচর্যার জন্য একটি ভলান্টিয়ার টিমও গঠন করা হয়েছে।”
এছাড়াও বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল ছুটির পর আশপাশের এলাকাবাসীকেও গাছগুলোর যত্ন ও সংরক্ষণে যুক্ত করতে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংবাদ লাইভ/বগুড়া


