ঢাকারবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এমপি হওয়ার স্বপ্নভঙ্গ হিরো আলমের

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় শূন্য দুই সংসদীয় আসনের উপ-নির্বাচনে এমপি হওয়ার স্বপ্নভঙ্গ হলো আলোচিত-সমালোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের।

রোববার (৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপ-নির্বাচনের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে প্রাথমিকভাবে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ভোটারদের মিথ্যা সমর্থন ও স্বাক্ষর ব্যবহার করে নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করেন তিনি। এতে নির্বাচনের বিধি লঙ্ঘন হয়েছে। এজন্য তার মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি নির্বাচন বিধি মেনেই মনোনয়ন দাখিল করি। তবে যে কারণ দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে তাতে আমি সন্তুষ্ট নই। এখন বিষয়টি নিয়ে ইসিতে যাব। পরবর্তীতে প্রয়োজন হলে উচ্চ আদালতে যাব। তবুও আমি জনগণের আস্থার প্রতিদান রাখব।’

গেল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মনোনয়ন দাখিলের শেষ দিনে বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন হিরো আলম। তবে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।