ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এপিএ মূল্যায়নে ১৫ ধাপ এগিয়ে ১৪ তম নজরুল বিশ্ববিদ্যালয়

রোহান চিশতী
সেপ্টেম্বর ২, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে ২০২২-২৩ অর্থবছরে ৮৪.১৭ নম্বর অর্জন করে ১৪ তম অবস্থানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। গত অর্থবছরের চেয়ে ২৫.১৪ নম্বর বেশি পেয়ে ১৫ ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গত ২০২১-২২ অর্থবছরে ৫৯.০৩ নম্বর পেয়ে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে নজরুল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৯তম ছিলো। তার আগে ২০২০-২১ অর্থবছরে ৩ এর নিচে নম্বর পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তলানিতে অবস্থান ছিল নজরুল বিশ্ববিদ্যালয়ের।

এপিএতে ১৫ ধাপ অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, এপিএতে উন্নতি আমাদের প্রশাসন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য ছিল প্রথম দশের মধ্যে জায়গা করে নেওয়া। সে প্রত্যাশা অনেকটা পূরণ হলেও আমাদের লক্ষ্য অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এবছর এপিএ মূল্যায়নে ৬ ক্যাটাগরির মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহে ৭০ এর মধ্যে ৬৫.৩৩ নম্বর, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ৮, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ৩, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪ এর মধ্যে ২.৮৮, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এর মধ্যে ১.৯৬ এবং তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ এর মধ্যে ৩ নম্বর পেয়ে মোট ১০০ নম্বরের মধ্যে ৮৪.১৭ নম্বর অর্জন করে নজরুল বিশ্ববিদ্যালয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।