ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে: জাকের পার্টি প্রার্থী

বগুড়া প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জাকের পার্টির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিন শফিক বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। যদি শেষ মূহুর্ত পর্যন্ত এমন পরিবেশ থাকে তাহলে আমি বিপুল ভোটে জয়ের প্রত্যাশা করছি।’

রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের প্রচারণা শেষে কাজী নজরুল ইসলাম সড়কের জাকের পার্টির দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য নির্বাচিত হলে বগুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি জানিয়ে শফিক বলেন, উপ-নির্বাচনে জয় লাভ করলে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ, শহরের যানজট নিরসন, বিশ্ববিদ্যালয় নির্মাণসহ বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাগুলো পূরণ করতে চাই।

এদিন বিকেলে জাকের পার্টির অঙ্গসংগঠন ও সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ফয়সাল বিন শফিক। এসময় দলীয় প্রতীক গোলাপের ব্যানার, ফেস্টুন নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এই সংসদ প্রার্থী।

নির্বাচনী প্রচারণা শেষে তিনি বলেন, নির্বাচনে জয়ের মধ্য দিয়ে সংসদকে পবিত্র করতে চাই। কেননা আমাদের নীতি আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। জাকের পার্টি সূচনা লগ্ন থেকেই দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার। আমি নিজেই যদি সৎ থাকতে না পারি, তাহলে মানুষের পাশে দাঁড়াবো কিভাবে? তাই এবারের নির্বাচনে সাধারণ মানুষ আমাকেই নির্বাচিত করবে। এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।