ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এক দিনে ৬৪ জেলায় পরিবেশ উদ্যোগ : জাতিসংঘের স্বীকৃতি পেল বাংলাদেশের তরুণদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫–কে ঘিরে বাংলাদেশের তরুণদের উদ্যোগে আয়োজিত “এক দিনে ৬৪ জেলা” পরিবেশ কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)। মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচিকে বিশ্ব পরিবেশ দিবসের বৈশ্বিক উদ্‌যাপনের অংশ হিসেবে ঘোষণা করে ইউনাইটেড ন্যাশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম।

গত ৫ জুন দেশের ৬৪ জেলায় সমন্বিতভাবে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ, প্লাস্টিকবিরোধী মানববন্ধন, র‍্যালি এবং কমিউনিটি সচেতনতামূলক কার্যক্রম। এতে শতাধিক সংগঠন ও হাজারো স্বেচ্ছাসেবকের সক্রিয় অংশগ্রহণে গড়ে ওঠে এক অনন্য পরিবেশ আন্দোলনের চিত্র।

ইউএনইপির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, “বিশ্ব পরিবেশ দিবস ২০২৫–কে স্মরণীয় করে তুলতে আপনাদের দল যে অবদান রেখেছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। এই প্রচেষ্টার প্রভাব বহুদূর পর্যন্ত প্রসারিত হবে—এটি আমাদের একসাথে ধরিত্রির প্রতি যত্নবান হয়ে বাঁচার পথকে আলো দেখায়।”

এই উদ্যোগের নেতৃত্বদানকারী মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, “এই স্বীকৃতি কেবল এক দিনের সাফল্য নয়—এটি প্রমাণ করে, প্রত্যন্ত অঞ্চল থেকেও বাংলাদেশ বিশ্ব জলবায়ু নেতৃত্বে ভূমিকা রাখতে পারে।”

ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, “স্থানীয় স্বেচ্ছাশ্রম আর উদ্ভাবনী সমন্বয় যে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে, তা এই উদাহরণেই প্রমাণিত। এই সবুজ শক্তিই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার চালিকাশক্তি হবে।”

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর পলিসি ও ক্যাম্পেইন কো-অর্ডিনেটর বারীশ হাসান চৌধুরী জানান, “এই স্বীকৃতি প্রমাণ করে, বাংলাদেশ শুধু অংশগ্রহণকারী নয়—পরিবেশ আন্দোলনের নেতৃত্বেও রয়েছে। তৃণমূল শক্তিকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার সম্ভব—এই কর্মসূচি তার বাস্তব উদাহরণ।”

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রিইআর-এর সহকারী পরিচালক রওফা খানম বলেন, “UNEP-এর স্বীকৃতি আমাদের কাজের গুণগত মান ও স্থায়িত্বকে আন্তর্জাতিকভাবে তুলে ধরেছে। তরুণদের সম্পৃক্ততা পরিবেশ শিক্ষা ও গবেষণার বাস্তব প্রয়োগে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।”

এই কর্মসূচিতে কৌশলগত ও সহ-আয়োজক হিসেবে ছিল—বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ক্যাপস, সিথ্রিইআর (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), ইয়্যুথ ফাউন্ডেশন, তরু পল্লব, স্বপ্নপূরী কল্যাণ সংস্থা এবং দেশের ৬৪ জেলার স্থানীয় সংগঠন ও শত শত স্বেচ্ছাসেবক।

“প্লাস্টিক নয়, প্রকৃতির জয়” থিমে আয়োজিত এই কর্মসূচির সফলতায় মিশন গ্রিন বাংলাদেশ ঘোষণা করেছে, অক্টোবর ২০২৫-এর মধ্যে দেশের ৪৯৫টি উপজেলায় অনুরূপ কর্মসূচি বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ লাইভ/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।