ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

একাদশে ভর্তি এবারও আগের নিয়মে

সংবাদ লাইভ
নভেম্বর ২৯, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

উচ্চমাধ্যমিকে ভর্তি এবারও আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অর্থাৎ একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তির কাজটি।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিকে ভর্তি যে পদ্ধতিতে হয়, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না। আর ভর্তিতে আসনসংকট হওয়ার কোনো কারণ নেই। কারণ, যত শিক্ষার্থী পাস করে, তার চেয়ে আসনসংখ্যা অনেক বেশি আছে।

অন্য এক প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় বয়সের বাধা তুলে দিতে চাই। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কাজ দ্রুততার সঙ্গে করবে। তাহলে সমস্যাগুলো অনেকাংশ থাকবে না।

মাধ্যমিকে (নবম শ্রেণিতে) কোনো শিক্ষার্থী বিজ্ঞান নিতে চাইলে তাকে সেটি পড়তে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। অবশ্য যে নতুন শিক্ষাক্রম আসছে, তাতে বিভাগ–বিভাজন থাকছে না বলেও জানান তিনি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।