বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘পহেলা ফেব্রুয়ারীর উপ-নির্বাচনের ওপর নির্ভর করছে বগুড়ার আগামী দিনের ভবিষ্যৎ।’
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কার পক্ষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপুকে জয়ী করার আহ্বান জানিয়ে নানক বলেন, আপনারা যদি রিপুকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে রেললাইনের যে সমস্যা রয়েছে সে সমস্যা থাকবে না, এই এলাকায় অর্থনৈতিক অঞ্চল বিলম্বিত হবে না, বিশ্ববিদ্যালয় নির্মাণ বিলম্বিত হবে না।
তিনি বলেন, এই বগুড়াতে কেন আবারও উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর মাত্র ১১ মাস বাকি রয়েছে এই জাতীয় সংসদের। সেই জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি উপ-নির্বাচন বগুড়াবাসীর মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যারা ভোটে নির্বাচিত হয়েছিলেন তারা পদত্যাগ করেছেন। কি কারণে পদত্যাগ করেছেন, কি ফলাফল এসেছে এই পদত্যাগে? এই সরকারকে হটিয়ে দেওয়ার জন্য কয়েকজন এমপি পদত্যাগ করলেন। তাতে কি এই সরকারের পতন ঘটেছে, ঘটেনি। পহেলা ফেব্রুয়ারীর উপ-নির্বাচনের ওপর নির্ভর করছে বগুড়ার আগামী দিনের ভবিষ্যৎ।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরে এই নেতা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করে বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে সংকট তৈরী হয়েছে। কিন্তু সব সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশের মানুষকে নিরাপত্তা দিয়েছে।’
আলোচনা সভায় বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সভাপত্বিতে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সহ-সভাপতি টি-জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রনি প্রমুখ।
এদিন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রুমেল ভূইয়া, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক রউফ শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।


