লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের সুমাইয়া শারমিন শান্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইবি শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
শনিবার (২১ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির এ শোক প্রকাশ করে।
ইবি শাখা ছাত্রদলের শোক বার্তায় বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা চিকিৎসারত অবস্থায় ভারতের রেলা হসপিটালে আনুমানিক রাত ১ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। শান্তা দীর্ঘদিনযাবৎ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্টের অপারেশন সম্পন্ন হয়েছিল; কিন্তু আর সেন্স ফিরে আসে নাই।
আরো বলা হয়, তাঁর এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অন্যদিকে, ইবি শাখা ছাত্রশিবির এক ফেসবুক স্ট্যাটাসে জানায়, মহান রব তাঁকে (শান্তা) জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণ করার তাওফিক দিন। আমিন।


