ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

মোহাম্মদ হাছান, ইবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবিতে) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বুধবার ১১ টার দিকে ‘ট্যুরিজম ও গ্রীন ইনভেস্টমেন্ট’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্যায় শিক্ষা অনুষদ ভবনের সামনে থেকে এ র‍্যালি শুরু হয় এবং এবং শেষ হয় অনুষদ ভবনের সামনে গিয়ে।

এছাড়াও র‍্যালিতে শিক্ষার্থীরা ট্যুরিজম ও গ্রীন ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে বিভিন্ন প্লেকার্ড, পোষ্টার নিয়ে পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সবুজ বিনিয়োগ এর গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীর মানুষের কাছে তুলে ধরেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ র‍্যালিতে অংশগ্রহণ করে।

ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসনাত বলেন, মূলত প্রকৃতির প্রতি সম্মান ও পরিবেশ রক্ষা করে পর্যটন উন্নয়নকে প্রাধান্য দেয়াই হলো সবুজ পর্যটনের মূল লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক নাসির মিয়া এবং ইয়ামিন মাসুম। শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ অনুষ্ঠিত হয় এ আয়োজন।

প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস হলো জাতিসংঘের একটি উদ্যোগ, যা ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালন করা হয়। এর উদ্দেশ্য হলো পর্যটনের গুরুত্ব, সামাজিক-আর্থিক-রাজনৈতিক-সাংস্কৃতিক অবদান, এবং পর্যাবরণের সাথে সামন্জস্যের প্রচার।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।