ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবিতে) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১১ টার দিকে ‘ট্যুরিজম ও গ্রীন ইনভেস্টমেন্ট’ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্যায় শিক্ষা অনুষদ ভবনের সামনে থেকে এ র্যালি শুরু হয় এবং এবং শেষ হয় অনুষদ ভবনের সামনে গিয়ে।
এছাড়াও র্যালিতে শিক্ষার্থীরা ট্যুরিজম ও গ্রীন ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে বিভিন্ন প্লেকার্ড, পোষ্টার নিয়ে পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সবুজ বিনিয়োগ এর গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীর মানুষের কাছে তুলে ধরেন। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ র্যালিতে অংশগ্রহণ করে।
ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসনাত বলেন, মূলত প্রকৃতির প্রতি সম্মান ও পরিবেশ রক্ষা করে পর্যটন উন্নয়নকে প্রাধান্য দেয়াই হলো সবুজ পর্যটনের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক নাসির মিয়া এবং ইয়ামিন মাসুম। শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ অনুষ্ঠিত হয় এ আয়োজন।
প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস হলো জাতিসংঘের একটি উদ্যোগ, যা ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর পালন করা হয়। এর উদ্দেশ্য হলো পর্যটনের গুরুত্ব, সামাজিক-আর্থিক-রাজনৈতিক-সাংস্কৃতিক অবদান, এবং পর্যাবরণের সাথে সামন্জস্যের প্রচার।


