ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রস্তাবিত ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’-এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান।
বুধবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) খন্দকার আব্দুল মজিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে গ্রন্থাগারিকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। সভাটি সঞ্চালনা করেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) খন্দকার আব্দুল মজিদ।


